সহদেব : কনিষ্ঠ পান্ডব। অশ্বিনীকুমারদ্বয়ে ঔরসে মাদ্রীর গর্ভে সহদেবের জন্ম হয়। মাতা মাদ্রীর মৃত্যুর পর মাতা কুন্তির কাছে প্রতিপালিত হন। সহদেব কৃপাচার্য ও দ্রোণাচার্যের কাছে অস্ত্রবিদ্যা শিক্ষা করেন। সহদেব অসি যুদ্ধে খুব পারদর্শী ছিলেন। তিনি একজন বীর রথীও ছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি বহু কৌরবসেনা বধ করেন। দ্রৌপদীর বস্ত্রহরণের সময় সহদেব শকুনীকে হত্যার প্রতিজ্ঞা করেন এবং যুদ্ধের শেষ দিনে তিনি শকুনী ও তার ছেলে উলুককে হত্যা করেন। দ্রৌপদীর গর্ভে সহদেবে শ্রুতসেন নামে এক পুত্র হয়। তাছাড় তিনি মাদ্রাধিপতির কন্যা বিজয়াকে স্বয়ংবর সভায় লাভ করে বিবাহ করে। তার গর্ভে সুহোত্র নামে এক পুত্র হয়। তিনি জরাসন্ধের কন্যাও বিবাহ করেন। যদুবংশীয় ভানুর কন্যা ভানুমতীকে তিনি বিবাহ করেন। বনবাসী থাকা অবস্থায় বিরাট রাজা গোশালা দায়িত্ব পালন করেন। তার গুপ্ত নাম জয়দ্বল। যুধিষ্ঠিরের সাথে মহাপ্রস্থান যাত্রাকালে সহদেবও অন্যান্য ভ্রাতাদের মত পতিত হন। কারণ সহদেব মনে করতেন তার মত বিজ্ঞ আর কেউ নেই। এ অহংকারের জন্যেই তার পতন।
ConversionConversion EmoticonEmoticon