চন্দ্র

চন্দ্র: ব্রহ্মার মানসপুত্র অত্রিমুনি। অত্রিমুনির পুত্রের নাম চন্দ্র। সম্ভবত চন্দ্র থেকে এ বংশের উৎপত্তি হয়েছে বলে এ বংশের নাম হয় চন্দ্রবংশ। এ বংশ যাদব ও পৌরব নামে দুই ভাগে বিভক্ত। প্রথম বংশ যদু থেকে এবং দ্বিতীয় বংশ পুরু থেকে উদ্ভূত। কৃষ্ণ যদুবংশোদ্ভূত এবং কুরুপান্ডব পুরুবংশোদ্ভূত। চন্দ্র জন্মের পরই ত্রিচক্র রথে চড়ে পৃথিবী পরিক্রমা ও আলোকদান করতে থাকেন। তিনি দক্ষপ্রজাপতির কন্যা ভরণী, কৃত্তিকা, আর্দ্রা, অশ্লেষা, মঘা, উত্তরফাল্গুনী, বিশাখা, উত্তরাষাঢা, রোহিনী নামে সাতাশজন কন্যাকে বিবাহ করেন। তাদের মধ্যে চন্দ্র রোহিনীকে সর্বাপেক্ষা বেশী ভালবাসতেন। কিন্তু তার ফলে অন্যান্য স্ত্রীগণ চন্দ্রের বিরুদ্ধে দক্ষপ্রজাপতরি কাছে অভিযোগ করেন। কিন্ত দক্ষপ্রজাপতি জামাতাকে এ অভিযোগ থেকে পরিত্রাণের জন্য অনেকভাবে চেষ্টা করেও ব্যর্থ হন। ফলে তিনি চন্দ্রকে অভিশাপ দেন যে, চন্দ্র পুত্রকন্যাহীন হবে এবং যক্ষ্মারোগগ্রস্ত হবে। তখন প্রজাপতি কন্যারা ভীত হয়ে তার অভিশাপ প্রত্যাহারের জন্য প্রার্থনা করলে দক্ষপ্রজাপতি শাপ দেন যে যক্ষ্মারোগে চন্দ্র মাসের মধ্যে এক পক্ষে ক্ষয়প্রাপ্ত হবেন ও  অন্য পক্ষে বৃদ্ধিপ্রাপ্ত হবেন। এ দুই পক্ষই কৃষ্ণপক্ষ ও শুক্লপক্ষ নামে প্রসিদ্ধ।

বেদ সম্পর্কে সামান্য ধারণা

শ্রীমদ্ভগবতগীতার সম্পূর্ণ শ্লোকের অর্থ

বিবিধ


মহাভারতের প্রধান প্রধান চরিত্র