পুরু

পুরু : তিনি চন্দ্রবংশীয় রাজা। তার পিতার নাম যযাতি ও মাতার নাম শর্মিষ্ঠা। রাজা যযাতির দুই স্ত্রী। দেবযানী ও শর্মিষ্ঠা। দেবযানী দৈত্যগুরু শুক্রাচার্যের কন্যা আর শর্মিষ্ঠা দৈত্যরাজ বৃষপর্বার কন্যা। শর্মিষ্ঠার গর্ভে দ্রুহ্য, অনু ও পুরু নামে তিন পুত্র জন্ম গ্রহণ করে এবং  দেবযানীর গর্ভে যদু ও  তুর্বসু নামে দুই পুত্রের জন্ম হয়। শুক্রাচার্যের অগোচরে শর্মিষ্ঠাকে গ্রহণ করায় শুক্রচার্যের অভিশাপে যযাতি জরাগ্রস্ত প্রাপ্ত হন। তখন যযাতির অনুরোধে শুক্রাচার্য বলেন যে, যদি অন্য কে  ইচ্ছায় যযাতির জরাগ্রস্ত গ্রহণ করে তবেই সে নিজের জরাগ্রস্ত সংক্রামিত করে নিজে শাপ মুক্ত হতে পারবে এবং তাকে রাজ্যভার অর্পণ করবে। তখন যযাতি একে একে সকল পুত্রকে তার জরা গ্রহণ করতে বললে সর্বকনিষ্ঠ পুত্র পুরু তার পিতার জরাগ্রস্ত গ্রহণ করতে সম্মত হন। যযাতি তখন তার জরাগ্রস্ত পুরুরে দেহে সংক্রামিত করেন। এভাবে যযাতি অনেক বৎসর যৌবন-তৃষ্ণা উপভোগ করে পুনরায় যযাতি নিজে তার পুত্রের জরাগ্রস্থ গ্রহণ করেন। পিতৃআজ্ঞা পালন করায় যযাতি পুরুকে রাজা করেন। পুরুর তিন পুত্র-প্রবীর, ঈশ্বর ও রৌদ্রাশ্ব। পুরু ও তার ভ্রাতা যদু ও চন্দ্রবংশের দুই শাখার প্রতিষ্ঠাতা। পুরু বংশধরদের পৌরব বলা হয়। এ  পৌরব বংশ হতে কৌরব ও পান্ডব বংশের সৃষ্টি।  

বেদ সম্পর্কে সামান্য ধারণা

শ্রীমদ্ভগবতগীতার সম্পূর্ণ শ্লোকের অর্থ

বিবিধ


মহাভারতের প্রধান প্রধান চরিত্র