বিচিত্রবীর্য

-
বিচিত্রবীর্য:চন্দ্রবংশীয় রাজা শান্তুনুর পুত্র। শান্তুনুর স্ত্রী দাসরাজ কন্যা সত্যবতীর গর্ভে দুই পুত্রের জন্ম হয়। তাদের নাম বিচিত্রবীর্য ও চিত্রাঙ্গদ। চিত্রঙ্গদ নামে এক গন্ধর্বের সাথে যুদ্ধে শান্তুনু পুত্র চিত্রাঙ্গদ নিহত হন। বৈমাত্রেয় ভ্রাতা বিচিত্রবীর্য যৌবনপ্রাপ্ত হলে তাকে ভীষ্ম যৌবরাজ্যে অভিষিক্ত করেন এবং কাশীরাজের তিন কন্যা অম্বা, অম্বিকা ও অম্বালিকাকে স্বয়ংবর সভা থেকে হরণ করেন। জ্যেষ্ঠা কন্যা অম্বা মনে মনে শাল্বরাজকে পতিত্বে বরণ করেছেন জেনে ভীষ্ম তাকে মুক্তি দিয়ে শাল্বরাজের নিকট পাঠিয়ে দেন। অম্বিকা ও অম্বালিকার সাথে বিচিত্রবীর্যের বিবাহ দেন। বিবাহের মাত্র সাত বছরের মধ্যে তিনি যক্ষ্মারোগে মৃত্যুবরণ করেন । তার মৃত্যুর পর বংশ শূন্য দেখা দিলে সত্যবতী ভীষ্মকে সন্তান দেয়ার জন্য অনুরোধ করেন কিন্তু তার প্রতিজ্ঞার কারণে তিনি তা করতে অসমর্থ হন। ভীষ্মের কথায় সত্যবতী কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসদেবকে স্মরণ করেন। ব্যাসদেবে কৃপায় অম্বার গর্ভে ধৃতরাষ্ট্র অম্বালিকার গর্ভে পান্ডু জন্ম দেন। 

বেদ সম্পর্কে সামান্য ধারণা

শ্রীমদ্ভগবতগীতার সম্পূর্ণ শ্লোকের অর্থ

বিবিধ


মহাভারতের প্রধান প্রধান চরিত্র